প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৩, ২০২৪ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারিত্বের বিরুদ্ধে তিন ইউনিয়নে বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক এবং গফরগাঁও উপজেলা ও পাগলা থানা গণমানুষের নেতা এ্যাডভোকেট আল ফাত্তাহ খানের নির্দেশে গত শনিবার রাতে উস্থি, পাঁচবাগ ও লংগাইর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন উস্তি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুদ রানা, লংগাইর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান ও পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন ধনু ও মানিক মেম্বার। মিছিলে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি ও তার অঙ্গসংগঠনের মাদকসেবী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদারিত্বেদের ঠাঁই হবে না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
####