প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১২, ২০২৪ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে মসজিদের ইমাম ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- মাওলানা আবুল কাসেম (৪৮) ও তার মেয়ে লাবিবা (৮)।

শনিবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় মৃত মাওলানা আবুল কাসেমের আরেক সন্তান আহত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি।

জানা গেছে, মাওলানা আবুল কাসেম পেশায় ধোবাউড়ার দুধনই বাজারের মসজিদের ইমাম ছিলেন। তার ছেলেও ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যা কবলিত। সকালে বাড়ি থেকে নৌকায় বাজারের উদ্দেশ্যে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশুসন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শত শত ভিমরুল নৌকার যাত্রীদের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থাতে হাসপাতালে নেয়ার পর বাবা-মেয়ের মৃত্যু হয়।

ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com