প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৬, ২০২৪ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ছাত্র জনতার গণঅভ্যুত্থান এর এক মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে সম্প্রীতি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিম, গফরগাঁও এর পক্ষ থেকে ‘শহিদী মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের জামতলা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে থেকে এই ‘শহীদি মার্চ’ শুরু হয়। সেখান থেকে শুরু হয়ে পৌরশহরের সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
শহীদি মার্চ’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিম, গফরগাঁও এর সমন্বয়ক মবিনুর রহমান খান, সহ সমন্বয়ক সাদিক প্রত্যয়, সহ সমন্বয়ক মাজহার হিমেল, গফরগাঁও সরকারি কলেজের প্রভাষক শওকত আলী, আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের প্রভাষক বুলবুল আহমেদ, সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিমের সদস্য মোঃ কবির মিয়া, জিহাদুল আরাফাত প্রিজন, তানভীর শেখ, মোঃ মামুন মিয়া, নিরব, রিফাদ, তুষার, প্রান্ত, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, সোহাগসহ  সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিমের সকল নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
######

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com