প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৮, ২০২৪ সময়ঃ ৭:১৭ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
গতকাল রোববার (২৮ এ‌প্রিল) বিকালে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে দিবসটি পালন উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সালমান আমির রনি, গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম. এহছান, এডভোকেট, পাগলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খায়রুল বাশার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বকর, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, আইসিটি প্রোগ্রামার আহসান হাবীব, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ আহমেদ ও মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানহা প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com