প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৪, ২০২৪ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি-জমার দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পাকা ধান ও কলা বাগান কেটে ফেলেছ প্রতিপক্ষ।
ঘটনায় বাঁধা দিতে গিয়ে স্কুল শিক্ষকসহ ২ জন আহত হন। পরে এ ঘটনায় পাগলা থানায় মামলা করে উপজেলার আবুল হাশেম খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজহারুল ইসলাম প্রাণ ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে।
শিক্ষক আজহারুল ইসলাম বলেন, থানায় মামলা করার পর থেকে আসামিরা আমাকে সহ পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দিচ্ছে। গত রোববার রাতে কান্দিপাড়া বাজার মোড়ে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে আাসামীরা। মামলা তুলে না নিলে  শিক্ষকতা করতে স্কুলে যেতে দিবে না বলে আাসামীরা হুমকি দিচ্ছে। পরিবার ও স্বজন নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন৷
এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার ঐ স্কুল শিক্ষক বাদী হয়ে পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার ডিউটি অফিসার এসআই মোঃ সামিউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগেও একই ঘটনায় বিগত ১৫ নভেম্বর নিরাপত্তা চেয়ে জিডি করে হামলার শিকার হন তিনি।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সকাল ১০ টায় দিকে জমি জমার দখলে পূর্ব বিরোধ নিয়া কথা কাটাকাটি সময়ে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে মৃত আব্দুর রহমানের ছেলে আমির হোসেন, দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৪/১৫ জন দা, কুড়াল নিয়া আজহারুল ইসলামের করা বাগানে প্রবেশ করে প্রায় ২২ শতাংশ জমির সমস্ত কলাগাছ কেটে ফেলে। মা ক্ষয়ক্ষতি পরিমাণ ২ লক্ষ টাকা। বাঁধা দিলে হুমকি দিয়ে চলে যায়। এরপর পুনরায় দুপুর ২টায় দিকে সংঘবদ্ধভাবে তারা আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফসলী জমিতে প্রবেশ করে ৮ শতাংশ জমির প্রায় ৭ মন ধান কাটিয়া অনুমান ৮ হাজার টাকা ক্ষতিসাধন করে। খবর পেয়ে মাজাহারুল ধানক্ষেতে গিয়ে ধান কাটতে বাঁধা দিলে মাজাহারুলকে কুপিয়ে জখম প্রতিপক্ষরা। তার ডাক চিৎকারে বড়ভাই শিক্ষক আজহারুল এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই ২ জন গুরুতর আহত হন৷
এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার বলেন,জিডি পাওয়া গেছে৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷  ###

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com