প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৮, ২০২৪ সময়ঃ ৬:০৫ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
এতে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল ইসলাম ।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী ও আক্তারুজ্জামান ঢালী প্রমুখ।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে প্রায় ৪৫টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি এবং ঘোড়া প্রদর্শন করা হয়। শত-শত উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ করছেন। ##

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com