প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৬, ২০২৪ সময়ঃ ৫:৫৩ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী চক্ষু রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার নাঈম চক্ষু হাসপাতালের উদ্যোগে পৌরশহরের সরকার ম্যানশন, ২য় তলা হাসপাতালে সকাল সাড়ে ৯ টা হতে বিকাল সাড়ে ৫ টায় পর্যন্ত এই কর্মসূচি ফ্রি চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধন করেন নাঈম চক্ষু হাসপাতালে এমডি মিসেস নারগীস পারভীন। এ সময় নির্বাহী পরিচালক কবির আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাফিজুল হক হাফিজ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আসা শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা-
নিরীক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন।
একইসাথে স্বল্পমূল্যে গরীব, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা ও শিশু রোগীদের চোখের ছানি অপারেশনসহ চোখের লেন্স সংযোজননের জন্য রোগী বাছাই করেন।
এদিন দুইজনের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক টিম এ সেবা প্রদান করেন।
নাঈম চক্ষু হাসপাতালের এমডি মিসেস নারগীস পারভীন বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই।
নাঈম চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক কবির আহমেদ বলেন, মহান স্বাধীনতা দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে নাঈম চক্ষু হাসপাতাল দৃষ্টান্ত স্থাপন করলো।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com