প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৬, ২০২৪ সময়ঃ ২:২৪ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির শেষে কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গফরগাঁও প্রেসক্লাব এবং বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এবং শহীদদের বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৮টায় গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে
পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ, বিভিন্ন স্কুল-কলেজের স্কাউট এবং গফরগাঁও সরকারি কলেজ এর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট স্কোর (বিএনসিসি) এর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এ সময় ছালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, ইউএনও  মোহাম্মদ শফিকুল ইসলাম, গফরগাঁও থানার ওসি মোঃ শাহিনূজ্জামান খান ও পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। মহিলাদের ক্রীড়া ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা শেষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com