প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৩০, ২০২৩ সময়ঃ ৭:০৬ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি ।।

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪), মোছা.ফাইজা (৬)।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

জানাগেছে, মারা যাওয়া জামাল উদ্দিন অসহায় দরিদ্র ছিলেন।অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিজের বসত ঘরেই অটোরিকশা চার্জ দিতেন। আজ বিকেল ৩টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিকশা বের করতে যান। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুস্পৃষ্ট হন। চিৎকার শুনে জামাল উদ্দিনকে বাঁচাতে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম ছেলে ও নাতিদের ধরলে তিনিও ঘটনাস্থলে মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। লাশগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com