প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১, ২০২৩ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

শেরপুরের নকলা থানাধীন  এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  ৪২৩৫.৫ কেজি ভারতীয় চিনিসহ ২ জন চোরাকারবারীকে  গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ময়মনসিংহ। গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলার নালিতাবাড়ি থানার বড়কান্দা গ্রামের সুরুজ আলীর পুত্র সিরাজুল ইসলাম (৬৮), ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার জয়িপা পাড়া গ্রামের শাহাবুদ্দিনের পুত্র  আনিসুজ্জামান (৪০)।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানাধীন এলাকায় হতে পিকআপ তল্লাশী কালে সন্দিগ্ধ পিকআপটির  ভিতরে ধৃত আসামীদের দখলে থাকা ট্রাক হতে ৪২৩৫.৫ কেজি ভারতীয় চিনি ও নগদ ১,৫০,০৮০ টাকা সহ একটি পিকআপ উদ্ধার করত জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। র‌্যাব আরও বলেন, শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানি এর বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com