প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৬, ২০২৩ সময়ঃ ৭:৪২ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিভিন্ন কলাপসিবল গেইট ও বিভিন্ন কক্ষে তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
চোরেরদল কলেজের অধ্যক্ষ কক্ষসহ ১৩ টি কক্ষে আলমারি ও ডয়ারের তালা ভেঙে চোর নগদ টাকাসহ ২টি ল্যাপটপ , ১টি সিপিও, ২টি আইপিএস, সি সি টিভির এমবি আর, পেনড্রাইভ, বায়োমেট্রিক হাজিরা খাতা, স্টেশনারিসহ বিভিন্ন ইলেকট্রনিক মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে বলে কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ জানিয়েছেন।

গত শনিবার (৫ আগষ্ট) দিবাগত রাতে কলেজের প্রশাসনিক ভবনের নিচতলা ও দোতলা অধ্যক্ষ কক্ষ, অফিস কক্ষ ও শিক্ষক পরিষদের কক্ষসহ প্রায় ১৩টি কক্ষে এ চুরির ঘটনা ঘটে।
এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য কলেজের দুই নাইট গার্ডকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন হেলাল মিয়া (৫০) ও উমর ফারক (৫৬)।
এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে চুরির সম্পূর্ণ ঘটনাটি পরিকল্পিত বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ।

এবিষয়ে গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ জানান, প্রশাসনিক ভবনের
বিভিন্ন কলাপসিবল গেইটের তালা কেটে বারান্দা প্রবেশ করে নিচতলা ও দোতলায় বিভিন্ন কক্ষে তালা কেটে চোর ভেতরে প্রবেশ করে। কক্ষে থাকা প্রায় ৩৫ টি আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে নগদ ২ লাখ ৫৭ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকায় মালামাল নিয়ে যায়। তবে আরো কোন নথি চুরি হয়েছে কিনা তা এখন বলা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, কলেজে রাতের পাহারাদার নিয়োজিত ছিল। পাহারাদাররা চুরি হওয়া সময় ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে থানায় অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

কলেজের নাইট গার্ড হেলাল মিয়া ও উমর ফারুক বলেন, রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে আমরা চুরির ওই সময়টা ঘুমিয়ে পড়েছিলাম। কিছুই টের পায়নি।

খবর পেয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য কলেজের দুই নাইট গার্ডকে আটক করেছে পুলিশ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
####

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com