প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৮, ২০২৫ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ৮ আগষ্ট শুক্রবার বিকেলে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির একাংশের আয়োজনে, জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক- ময়মনসিংহ ১১ ভালুকা আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবুল হোসেনর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আনন্দ মিছিলটি মোহাম্মদীয়া হাসপাতালের সামনে থেকে শুরু করে স্মৃতিসৌধ চত্বরে ব্যারিস্টার আবুল হোসেনর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় ভালুকা উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির একাংশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।