প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৫, ২০২২ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
“ গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার শীর্ষক চাষীদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরআইয়ের মহাপরিচালক ড.মোঃ ওমর আলী। কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে এবং জামালপুর উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এ.এম সাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির (কৃষি) সাবেক মহাব্যবস্থাপক নিতাই চন্দ্র রায়, বিএসআরআইয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (অর্থনীতি বিভাগ) ড.সাঈদা খাতন, জামালপুর উপকেন্দ্রর ইনচার্জ ড. খন্দকার মহিউল আলম প্রমুখ। প্রশিক্ষণে মোট ৬০জন আখ চাষী অংশ গ্রহন করেন। পরে অতিথি বৃন্দ লাল চিনি উৎপাদন কার্যক্রম ও সরকারি ভাবে দেয়া যন্ত্রপাতি পরিদর্শন করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com