প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৫, ২০২২ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ

Spread the love

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের শাহ্ আলমের কিশোর ছেলে ভ্যান চালক শরিফের (১৩) লাশ ধান ক্ষেত থেকে উদ্ধারের ৮ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জরিত থাকার অভিযোগে আসামীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।

থানার অভিযোগ সূত্রে জানাযায়, গত রবিবার (২৩ অক্টোবর) বিকেলে শরিফ তাদের নিজস্ব ব্যাটারি চালিত অটোভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে ভ্যান গাড়ি নিয়ে বাড়িতে না আসলে অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে সোমবার (২৪ অক্টোবর) সকালে থানায় বিষয়টি অবগত করিলে বিকেল বেলায় সংবাদ পেয়ে, কাঁঠাল ইউনিয়নের ধলাইমান নামকস্থানে ধান ক্ষেতের মাঝে শরিফের গলায় গামছা বাঁধা লাশ পাওয়া যায়। পরে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিনের নির্দেশে থানা পুলিশের একটি চৌকশ টিম লাশটি উদ্ধার করে এবং ৮ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামি আলামিন (২২) কে গ্রেফতার করে।

এবিষয়ে ওসি মাইন উদ্দিন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি এবং গ্রেফতার হওয়া আসামীকে আদালতে প্রেরণ করেছি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com