প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৫, ২০২৬ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ

Spread the love

তারাকান্দা প্রতিনিধি (ময়মনসিংহ) ।।

রোববার ,(২৫ জানুয়ারি) ময়মনসিংহের তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, আনসার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
মহড়া চলাকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে গণভোটের প্রচারণার পাশাপাশি সকল প্রার্থী ও ভোটারদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com