প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৫, ২০২৬ সময়ঃ ১২:০৪ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান গফরগাঁও প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে আচরণ বিধি সংক্রান্ত বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইলেকশন ইনকোয়ারি কমিটির চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), গফরগাঁও সেনা ক্যাম্প কমান্ডার, গফরগাঁও ও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়, র্যাব-১৪ এর প্রতিনিধিসহ ৯ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী/প্রার্থীর প্রতিনিধিগণ।
####

