প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০২৬ সময়ঃ ৩:১৭ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ-১১ (ভালুকা-১৫৬) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের (হরিণ) নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হরিণ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, গত ২২ জানুয়ারি থেকে তাঁর সমর্থকদের ওপর একের পর এক হামলা, নির্বাচনী কাজে বাধা ও হুমকী প্রদান করা হচ্ছে। তিনি এসব ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপির প্রার্থী (ধানের শীষ) মো. ফখর উদ্দিন আহমদ বাচ্চুকে দায়ী করেন।
তিনি আরো বলেন, এ সব ঘটনায় তথ্য প্রমানসহ একাধিক অভিযোগ প্রদান করা হলেও, কার্যত কোন প্রদক্ষেপ নেয়া হচ্ছেনা। বরং প্রশাসনকে ব্যবহার করে তার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা হচ্ছে। সরকার লোকদেখানো আচরণ করছে। জুলাইযুদ্ধের শহীদদের রক্ত নিয়ে তামাশা করা হচ্ছে। অবিলম্বে পেশীশক্তি ব্যবহার বন্ধ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহম্মেদ, নাছির উদ্দিন সরকার, ছারোয়ার জাহান এমরান, আবুল কালাম আজাদ, রুহুল আমীন ও সিরাজুল ইসলাম ঢালী প্রমূখ।

