প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৩, ২০২৬ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান ও লক্ষ্য তুলে ধরতে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিশিষ্ট শিল্পপতি এ.বি. সিদ্দিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় পৌরশহরে প্রার্থীর নিজস্ব বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বতন্ত্র প্রার্থী, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ.বি. সিদ্দিকুর রহমান তার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার ঘোষণা দেন এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
সন্ত্রাস ও মাদকমুক্ত গফরগাঁও গড়ার প্রত্যয় বক্তব্যের শুরুতেই এ.বি. সিদ্দিকুর রহমান বলেন, “আমি গফরগাঁও ও পাগলা এলাকার সাধারণ মানুষের অধিকার এবং তাদের মৌলিক সমস্যার কথা চিন্তা করেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। গফরগাঁওয়ের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক।”
তিনি দৃঢ়তার সাথে অঙ্গীকার করেন যে, নির্বাচিত হতে পারলে তার প্রধান লক্ষ্য হবে— গফরগাঁও থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল করা। দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।
মাদকমুক্ত সমাজ গঠন করে তরুণ প্রজন্মকে রক্ষা করা।
সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই যাতে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছায়। আপনারা সব সময় সত্যের পক্ষে থাকবেন এবং সত্যের পথে আপনাদের কলম চালাবেন।”
গফরগাঁওয়ের সাধারণ মানুষের দোয়া ও সমর্থনে আমি একটি সুন্দর ও শান্তিপূর্ণ জনপদ গড়ে তুলতে চাই।”
####

