প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৩, ২০২৬ সময়ঃ ৬:৪৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিএনপির প্রার্থীর (ধানের শীষ) বিপক্ষে নির্বাচনে প্রচারাভিযানে অংশগ্রহণের অভিযোগে ভালুকা উপজেলা ও পৌর মহিলা দলের চার নেত্রীকে একসাথে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২জানুয়ারী) জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ জেলা দক্ষিণের সভপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এ অব্যাহতি পত্র দেয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, অব্যাহতিপ্রাপ্ত নেত্রীরা হলেন, ভালুকা পৌর মহিলা দলের সভাপতি গোলাপী আক্তার, ভালুকা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দীনা, ভালুকা উপজেলা মহিলা দলের সহ সভাপতি খালেদা নারগিস ও ভালুকা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রাশিদা খাতুন।
ময়মনসিংহ দক্ষিণ মহিলাদলের সভপতি ফরিদা ইয়াসমীন ও সাধারণ সম্পাদক নাদিয়া ইয়াসমীন রীতার যৌথ স্বাক্ষরে অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, তারা দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক দায়িত্ব থেকে অবহেলা, দলের আদর্শের পরিপন্থি কাজ করছেন। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করছেন। সুতরাং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে স্বস্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

