প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২২, ২০২৬ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ১টি সিএনজি এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রমজান মিয়ার পুত্র বাদল মিয়া (৩৯) এবং নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার দেওয়ান জহিরুল হকের পুত্র দেওয়ান মোহাম্মদ আলী (৫৪)।
জানা গেছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন মাইজহাটি এলাকা হতে বুধবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ২ টায় ১টি সিএনজি এর পেছনে ইঞ্জিনের ডালার উপর বিশেষভাবে তৈরীকৃত বাক্সের ভেতর হতে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাদল মিয়া কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
একই দিনে পৃথক আরেকটি অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে
বিকেল পৌনে ৫ টায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দেওয়ান মোহাম্মদ আলী কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ৮ কেজি গাঁজা, ১টি সিএনজি ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেপ্তারকৃত ২জন আসামীর বিরুদ্ধে গফরগাঁও এবং কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

