প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২১, ২০২৬ সময়ঃ ১২:০২ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে কান্দিপাড়া বাজারে গফরগাঁও উপজেলা, পাগলা থানা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

এ সময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে হরণ করা হয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খসরু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুন, সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু, জেলা ছাত্র দলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাবেক সদস্য হাফিজ আল আসাদ, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনসার উদ্দিন, আব্দুল হামিদ চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সায়েম, মিজানুর রহমান পল্টন, জেলা দক্ষিণ যুবদলের সহ সভাপতি মাহিবুর রহমান নাসিম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক, উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোঃ খুররম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী বাবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর মোজাম্মেল হক মনন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোক্তার হোসেন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলামিন প্রমূখ।

এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বিএনপি’র বিগত শাসনামলের বিভিন্ন সাফল্য তুলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com