প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২০, ২০২৬ সময়ঃ ৮:৪৭ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ১৫৫, ময়মনসিংহ-১০ গফরগাঁও সংসদীয় আসনে বিএনপির স্বতন্ত্র ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে প্রার্থীরা স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হচ্ছেন- ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী আলমগীর মাহমুদ, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী আল ফাতাহ মোঃ আব্দুল হান্নান খান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী
মোঃ মুশফিকুর রহমান।

এ আসনে অপর স্বতন্ত্র প্রার্থী জেলা দক্ষিণ বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি এ. বি. সিদ্দিকুর রহমান মনোয়নপত্র প্রত্যাহার না করায় এ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com