প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২০, ২০২৬ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ জুয়েলকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
নোটিশে উল্লেখ করা হয়, জেলা ও ইউনিয়ন যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও আবু সাইদ জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্দ মুর্শেদ আলমের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন, এমন অভিযোগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ডকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে নোটিশে বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া প্রেরণ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com