প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২০, ২০২৬ সময়ঃ ১:৫৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় জাতীয় উদ্যানের অদূরে বনভূমি থেকে চুরি করে নেয়ার উদ্দেশ্যে দিনদুপুরে ১৪ থেকে ১৫ বছর বয়সি প্রায় অর্ধশতাধিক আকাশমণি গাছ কেটে ফেলা হয়েছে। খবর পেয়ে বনবিভাগ ঘটনাস্থল থেকে গাছগুলো উদ্ধার করে। এতে উজাড় হতে চলেছে বিভিন্ন চালা। ঘটনাটি উপজেলার ভালুকা রেঞ্জের আওতায় কাদিগড় বিটের তামাট গ্রামের নূর মোহাম্মদের বাড়ির পশ্চিম পাশে।
সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় কাদিগড় বিটের পালগাঁও মৌজার ৮৫১ নম্বর দাগে তামাট গ্রামের শেষ সীমানায় নূর মোহাম্মদের বাড়ির পশ্চিম পাশে আজিম উদ্দিনের চালা থেকে কেটে নেয়ার উদ্দেশ্যে আকাশমণি ছোট বড় প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলে স্থানীয় একটি চক্র।
নাম প্রকাশ না করার শর্তে স্থনীয়রা জনাান, ওই চালাটি মৃত ফয়জুদ্দিনের ছেলে দারগ আলী, লুৎফর ও সুহায়েবের দখলে। আলাল উদ্দিন বেপারী নামে স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে গাছগুলো করেন। পরে গত রোববার (১৮ জানুয়ারী) ভোরে ১৪ থেকে ১৫ বছর বয়সি প্রায় ৬০ টি গাছ কেটে ফেলে। খবর পেয়ে কাদিগড় বিটের লোকজন ঘটনাস্থলে পড়ে থাকা গাছগুলো জব্দ করে অফিসে নিয়ে যায়। তারা অভিযোগ করে আরো জানান, কাদিগড় বিটের অদূরে বাটাজোর, কাচিনা ও তামাট বাজারসহ আশপাশে প্রায় ২০ থেকে ২৫ টির উপরে অবৈধ করাতকল ও অর্ধশতাধিক ফার্ণিচারের দোকান রয়েছে। আর দিনদুপুরে ওই সব করাতকল ও ফার্ণিচার দোকানে আকাশমনি গাছ চেরাই ও ফার্ণিচার তৈরীর কাজ চলছে। কাদিগড় জাতীয় উদ্যানসহ আশপাশের বনবিভাগ উজাড় করে একটি সঙ্ঘবদ্ধ চক্র প্রায় প্রতি রাতেই বনবিভাগের মূল্যবান গাছগুলো কেটে নিয়ে ওইসব করাতকলে চেরাই করে ফার্ণিচারের দোকানে বিক্রি করছে। কিন্তু স্থানীয় বনবিভাগ এ সব ব্যাপারে রহস্যজনক কারণে কোন ব্যবস্থা না নেয়ায় জাতীয় উদ্যানের বনাঞ্চল উজাড় ও জীব বৈচিত্র বিলিন হওয়ার উপক্রম হচ্ছে।
ভালুকা রেঞ্জের কাদিগড় বিট অফিসার মোহাম্মদ জলিলুর রহমান ঘটনার সত্যতা শিকার করে জানান, বনভূমি থেকে আকাশমনি গাছ কেটে নেয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং প্রায় ৩০ থেকে ৩৫ টি গাছ জব্দ করে অফিসে নিয়ে আসেন। এ ঘটনায় বনআইনে মামলা প্রক্রীয়াধিন।

