প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৯, ২০২৬ সময়ঃ ৭:১১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে ৪টি গরু চুরি হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারী) ভোর রাতে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের তারাটিয়া গ্রামের কৃষক শহীদ বেপারী এর বাড়ি থেকে গরু চুরির এ ঘটনা ঘটে।
কৃষক ও স্থানীয়রা জানান, রোববার রাত ১২ টার দিকে গোয়াল ঘরে গরু দেখে কৃষক শহীদ বেপারী ঘুমিয়ে পড়েন। পরে ভোর রাতে আওয়াজ পেয়ে বাইরে বের হতে চাইলে দেখি ঘর বাইরে থেকে তালাবদ্ধ। জানালা খুলে দেখি সংঘবদ্ধ চোরেরা গরুগুলো নিয়ে যাচ্ছে এবং একটি পিকআপ গাড়িতে গরু ৪টি উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। যায় মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
গরু চুরির বিষয়ে পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়টি জেনে পাঁচবাগ পুলিশ কেন্দ্রকে বলেছি খবর নিতে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
####

