প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৭, ২০২৬ সময়ঃ ৫:১২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির চার বিদ্রোহী প্রার্থী। ফলে আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের
স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আর কোনো বাধা রইল না।
গত বৃহস্পতিবার ও বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে ৫ম ও ৬ষ্ঠ দিনের আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) চার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এ খবরে তাদের সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। তারা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেলেন তারা হলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম আহবায়ক এ বি সিদ্দিকুর রহমান, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল ফাতাহ খান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান।
বিএনপির প্রভাবশালী এ চার নেতার প্রার্থিতা ফিরে পাওয়ায় জেলায় এ গুরুত্বপূর্ণ আসনে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও বিশ্লেষকরা।
এর আগে, ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গত ৪ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তাদের চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
পরে তারা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
#####

