প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২০, ২০২৫ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ ডিসেম্বর গফরগাঁও মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভা শুরু হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও গফরগাঁও মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়।
এসময় প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল উদ্দিন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া, পাগলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক এইচএম তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মোঃ আবু বকর ছিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব আব্দুর রউফ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
####

