প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৯, ২০২৫ সময়ঃ ১১:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজীর নেতৃত্বে
মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শতাধিক মোটর সাইকেল নিয়ে গফরগাঁও নির্বাচনী এলাকায় এই শোডাউন করেন দলের নেতাকর্মীরা।
শোডাউনটি সকালে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।
এসময় গফরগাঁও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সুষ্ঠু একটি নির্বাচন ও আগামীতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ব্যবস্থা করবেন।
আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও রাহাজানি বাদ দিয়ে সকলে মিলে ইনসাফভিত্তিক দেশ গড়ে তুলব। এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলার সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাহদী হাসান, মুফতি আব্দুস সবুর, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, যুব মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরীসহ বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
#####

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com