প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৮, ২০২৫ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর কোনো রকম বাধা ছাড়াই ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও পৌর এলাকার ইমামবাড়ি ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে গিয়ে শেষ হয়। বহু বছর পর বাধাহীনভাবে প্রোগ্রাম করতে পেরে আনন্দিত ছিল যুবদলের নেতা-কর্মীরা।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ সাদেক।
এর আগে বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতা-কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইমামবাড়ি এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। পরে দুপুর ১২টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তখন নেতা-কর্মীদের হাতে ব্যানার, বিভিন্ন ধরনের ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
পরে নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে।
তাঁরা আরো বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটের অধিকার, বাক্স্বাধীনতা অর্জনের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামের প্রেক্ষাপটে এবার জনগণের দল বিএনপিকে ভোট দিয়ে এদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আনবে।
#####

