প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৮, ২০২৫ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা যুবদল, পৌর যুবদল ও পাগলা থানা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক নাইমুর রহমান নাঈম, জেলা যুবদলের সদস্য তফাজ্জল হোসেন রাজন, নাজমুল হোসেন এডিসন, পৌর যুবদল নেতা আল আমিন, পাগলা থানা যুবদল নেতা জাহিদ হাসান মুকুট ও আরিফুজ্জামান সুমন প্রমুখ।
####

