প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৩, ২০২৫ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ

Spread the love
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে প্রতিবেশী আবুল রবিদাস (৪০)। বিষয়টি টের পেয়ে নাতনিকে রক্ষা করতে এগিয়ে যান দাদি। এ সময় তাঁকে কুপিয়ে জখম করে আবুল।

গত সোমবার রাতের এ ঘটনায় গুরুতর জখম হন শিশুটির দাদি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তিনি যারা যান। পরে আবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে স্বজনরা জানতে পারেন, ওই শিশুকে অপহরণ করে পাশবিক নির্যাতন চালাচ্ছে আবুল। খবর পেয়ে শিশুটির দাদি ঘটনাস্থলে ছুটে যান। নাতিকে ছাড়ানোর চেষ্টা করলে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত আবুল। সে ধারালো দা দিয়ে বৃদ্ধার মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাঁকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যায় আবুল। খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ যৌথভাবে তাকে খুঁজতে শুরু করে। মঙ্গলবার রাত ৩টার দিকে ভালুকা উপজেলার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনায় মামলা করেছেন নিহত নারীর ছেলে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আবুলকে আদালতে সোপর্দ করে পুলিশ। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com