প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২২, ২০২৫ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর মোঃ দুলাল শেখ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম ওই কৃষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দুপুরে দিকে গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি পশ্চিম পাড়া গ্রামের একটি বিলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুলাল শেখ টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি পশ্চিম পাড়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অন্যের জমি বর্গা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন দুলাল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে পাশে বিলের ফসল ক্ষেতের ধান পরিস্কার করতে বাহিরে যায় দুলাল। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যায় হয়ে যায়। সে বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে পায়নি।
বুধবার সকালে স্থানীয় লোকজন নিজেদের ধান ক্ষেত দেখতে গিয়ে বিলের পানির মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুলাল শেখ নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে দুপুরে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
####

