প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২২, ২০২৫ সময়ঃ ৭:১৭ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যাকাণ্ডে পলাতক সহোদর দুই ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের অনুপস্থিতে এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে অভিযুক্তদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হলে দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি সমাধানে এগিয়ে আসে। এ সময় অভিযুক্ত এলবার্ট ডেবিট রকি ও তার ভাই এলবার্ট ডেবিট সেন্টু ও মিঠুর সঙ্গে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে সেন্টু ধারাল চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় মিঠুকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জহিরুল ইসলাম মিঠুকে মৃত ঘোষণা করেন। পরদিন জহিরুল ইসলাম মিঠুর বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করে।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা-তর্ক শেষে বিজ্ঞ আদালত আজ বুধবার এ আদেশ দেন।
রাষ্ট্র ও অভিযুক্তের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী হাসিব আহামদ মাহবুবুল আলম ও মো. আকরাম হোসেন।

রায়ের সময় আসামিরা পলাতক থাকায় আদালত তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডাদেশ দেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com