প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২২, ২০২৫ সময়ঃ ৯:৩১ পূর্বাহ্ণ
ময়মনসিংহে এ বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি।
মঙ্গলবার (২১ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এক সমন্বয় সভায় এসব তথ্য জানায়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। ময়মনসিংহে গত সেপ্টেম্বরে ৫৯৯জন এবং ২০ অক্টোবর পর্যন্ত ৬৭১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। নগরীর বাউন্ডারি রোড, জিলা স্কুল এবং তার আশেপাশের এলাকা ডেঙ্গুর হটস্পট। এ বছর ডেঙ্গু রোগে ময়মনসিংহে ৯ জন মারা গেছে। তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও পর্যাপ্ত স্যালাইন মজুত এবং পূর্বে ডেঙ্গু টেস্ট ফি যেটা ৫০ টাকা ছিল, দুই মাসের জন্য সেটা ফ্রী বলে জানান তিনি।
স্থানীয় সরকারের উপপরিচালক জানান, বাউন্ডারি রোড ও তৎসংলগ্ন এলাকা ডেঙ্গুর হটস্পট ঘোষণা এবং সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
প্রাসঙ্গিক বিষয়ে সভাপতি বলেন, ডেঙ্গু নির্মূলে সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩৩টি ওয়ার্ডে এবং হটস্পটে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, দরিদ্র পরিবারকে মশারী প্রদান করা হবে। টাইফয়েড টিকার টিসিভি ভ্যাক্সিন শতভাগ নিরাপদ ও কার্যকর। এ ব্যাপারে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকতে হবে। অবৈধ ইটভাটা সতর্কতার সহিত নির্মূল করতে হবে।
উক্ত সমন্বয় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের অন্তর্গত চার জেলার জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

