প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২১, ২০২৫ সময়ঃ ১:৫৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় মফিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মাষ্টারবাড়ি-কাশর সড়কের মোড়ে। নিহত মফিজ উদ্দিন উপজেলার জামিরদিয়া গ্রামের ডুবালিয়াপাড়ার সফর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাষ্টারবাড়ি-কাশর সড়কের মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান (চট্র মেট্রো-ট-১১-৭১৭০) তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত মফিজ উদ্দিনকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ দূর্ঘটনায় নিহতের ঘটনাটি সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রীয়াধিন।
মোট পড়া হয়েছে: ১৭