প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২১, ২০২৫ সময়ঃ ১১:১৪ পূর্বাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিবিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ-১০ (গফরগাঁও -পাগলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম এর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে গফরগাঁও সদর থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে দত্তেরবাজার ইউনিয়নের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে দত্তেরবাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর মাহমুদ আলম বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেটিই আগামী বাংলাদেশের রূপরেখা। আমি সেই বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। বিএনপি সবসময় শান্তি ও জনগণের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সাবেক আহবায়ক এখলাস উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ মাষ্টার, পাগলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক চমক ফকির, সদস্য নাজিম উদ্দিন লালু মেম্বার, মাহবুবুল আলম মোহন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম বেপারী, সাবেক যুগ্ম আহবায়ক আবু সায়েম, সাবেক সদস্য জয়নাল আবেদীন চাঁনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, উপজেলা জাসাস আহবায়ক জহিরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
##

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com