প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২০, ২০২৫ সময়ঃ ১২:৫০ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার।।

আন্দোলনরত এমপিওভূক্ত শিক্ষকদের ন্যায্য দাবী অবিলম্বে মেনে নেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, সম্মানিত শিক্ষক সমাজের চলমান শান্তিপূর্ণ আন্দোলন মোকাবিলায় সরকারের শক্তি প্রয়োগে প্রমাণ হলো অতীতের সরকার গুলো থেকে গণঅভ্যুত্থানের ফসল আজকের অন্তবর্তীকালীন সরকার ব্যতিক্রম হতে পারলনা।
সোমবার (২০ অক্টোবর) পাঠানোর বিবৃতিতে এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, জনগণের মনে আশা জেগেছিল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের আমূল সংস্কার ও বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা অন্তবর্তীকালীন সরকার ভালো কিছু করবে। কিন্তু এ সরকারও আগের ধারায় লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে শিক্ষক সমাজের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার পুরানো পথই বেছে নিল, যা সত্যিই দুঃখজনক।
এ দমন পীড়নের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বিবৃতিতে আরো বলেন, সম্মানিত শিক্ষক- শিক্ষিকাদের মেরে ধরে, ব্যাপক লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে প্রকৃত পক্ষে ক্ষতি করা হয়েছে শিক্ষার। আমরা মনে করি শিক্ষকদের চলমান আন্দোলনর দাবীকে অগ্রাহ্য না করে শিক্ষক সমাজের যৌক্তিক দাবী সমূহ মেনে নিয়ে শিক্ষা ক্ষেত্রের অচলাবস্থা দূর করা উচিত।
#####

