প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২০, ২০২৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিগুয়ারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার নিগুয়ারী ইউনিয়নে ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর ও ময়মনসিংহ -১০ ( গফরগাঁও) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
ওয়ার্ড জামায়াতের সভাপতি শামসুর আলম মাস্টারের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, গফরগাঁও উপজেলা জামায়াতের সাবেক আমীর মকবুল আহমদ, পাগলা থানা শুরা ও কর্মপরিষদ সদস্যগণ, ওলামা বিভাগের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক মোফাজ্জল আনসারী, টাংগাব ইউনিয়ন জামায়াতের আমীর ডা: জাহিদুল ইসলাম রুবেল এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের চলমান সংকট নিরসনে আল্লাহভীরু নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই।
সভায় বক্তারা বলেন, আগামী দিনের ন্যায়ভিত্তিক ও ইনসাফমুখী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। দেশে আগে-বাইরে জামাতে ইসলামিককে স্তব্ধ করার লক্ষ্যে বিভিন্ন রকমের হামলা, মামলা ও নির্যাতন হয়েও সংগঠন তার লক্ষ্যে অবস্থান বজায় রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ জন্য সবাইকে একত্রিত হয়ে ভবিষ্যতে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞা করার আহ্বান জানানো হয়।
বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের চলমান স্থিতিশীলতা বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
#####

