প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৯, ২০২৫ সময়ঃ ১১:৫৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপির সাবেক সদস্য প্রয়াত এম.এ. মালেকের পরিবারকে সমবেদনা জানান জেলা দক্ষিণ বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ ১০- আসনের মনোনয়ন প্রত্যাশী মো. মুশফিকুর রহমান।
গত শুক্রবার রাতে পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নের পাঁচুলী পূর্বপাড়া গ্রামে সদ্য প্রয়াত এই নেতার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা জানিয়ে মরহুমের কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে একই ইউনিয়নের সাবেক বিএনপি নেতা ও ইউপি মেম্বার মরহুম সাহাব উদ্দিনের কবর জিয়ারত শেষে সড়ক দুর্ঘটনায় আহত পাগলা থানার নজরুল, মো. মোর্শেদ আল মাহমুদসহ নেতাকর্মীদের খোঁজখবর নিতে তাদের বাড়িতেও যান মুশফিকুর রহমান।
ময়মনসিংহ ১০ আসনের মনোনয়ন প্রত্যাশী মুশফিকুর রহমান উপজেলা সদরে ফেরার পথে বেশ কয়েকটি বাজার ও জনসমাগমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ. কে. এম. আনসার উদ্দিন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল, উপজেলা বিএনপি নেতা শফিক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল বাপ্পী, পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান নাঈম, গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সদস্য সচিব আমির হামজা, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পারভেজ, টাংগাব ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সোহাগ, কৃষক দল সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাবেক ইউপি সদস্য উজ্জ্বল, পাগলা থানা যুবদল নেতা জাহিদ হাসান মুকুট, আরিফুজ্জামান সুমন ও পাগলা থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম মৃধা।
###

