প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৬, ২০২৫ সময়ঃ ৯:৩১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পারভেজের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
গত বুধবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের মনোনয়ন প্রত্যাশী মুশফিকুর রহমানের নির্দেশনায় পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া (পালের) বাজার, হালিমাবাদ (গলাকাটা) বাজার, পাঁচবাগ মোড় এবং উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজার সহ বিভিন্ন মোড়ে মোড়ে উপজেলা শ্রমিকদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পারভেজ বলেন, আজ আমরা এখানে এসেছি তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কথা বলতে, খালেদা জিয়ার কথা বলতে।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে
জনরায়ে বিএনপি ক্ষমতায় গেলে গফরগাঁও এলাকাকে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, চাঁদাবাজি, বেকারত্বমুক্ত একটি শান্তি, সমৃদ্ধি, নিরাপদ অঞ্চল হিসাবে গড়ে তোলা হবে।
লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা কাজল সরকার, মোঃ হুমায়ুন, নুরুল আমিন খন্দকার, মো: আব্দুল্লাহ, রুবায়েত হোসেনসহ ইউনিয়ন শ্রমিক দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
#####

