প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৬, ২০২৫ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন।।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় ৭৫,৮৫৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে এইচএসসি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ৩৯,০৯৬ জন। পাসের হার ৫১.৫৪%। জিপিএ ৫ প্রাপ্তদের মোট সংখ্যা – ২৬৮৪ জন। এর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা ১৫৬৭ জন ও পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ১১১৭ জন।
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের অধীনে ১৫ টি প্রতিষ্ঠানের ১৩২ শিক্ষার্থীদের কেউ পাস করেনি। এর মধ্যে ময়মনসিংহের ৭ টি, জামালপুরে ২ টি, শেরপুরে ২ টি ও নেত্রকোনায় ৪ টি প্রতিষ্ঠান রয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাশ করেছে ৩ টি প্রতিষ্ঠানে। এগুলো হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, জেলার ঈশ্বরগঞ্জ চরজিথর হাই স্কুল এন্ড কলেজ ও নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার আবদুল জব্বার রাবেয়া খাতুন গার্লস হাই স্কুল এন্ড কলেজ।
চার জেলার মধ্যে ময়মনসিংহে পাসের হার ৫৫.৪৬%, শেরপুর ৪৮.৬৯%, জামালপুর ৪৭.৪১% ও নেত্রকোনায় ৪৭.৩৯%।

