প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৬, ২০২৫ সময়ঃ ৭:২০ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় বৃদ্ধা মালেকা বানুসহ (৭০) চার জন আহত হয়েছেন। আহতদের মাঝে মালেকা বানুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ভাঙচুরসহ ভেকু দিয়ে বসতভিটার মাটি কেটে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে (১৫ অক্টোবর) বুধবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে। এ ঘটনায় ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়কসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনের নামে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভায়াবহ গ্রামের প্রবাসি আবুল কাশেম ভায়াবহ মৌজার সাবেক ১৩৫ নম্বর দাগ ও বিএস ৬২৪ নম্বর দাগে ৩৬ শতাংশ জমি স্থানীয় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কাছ থেকে সাফকবলা দলিলের (নম্বর ৫৭১/২১) মাধ্যমে ক্রয় করেন। পরে ই জমিতে বসতবাড়ি নির্মাণ করে পরিবারটি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলো। গত ১৬ জুন গভীর রাতে সশস্ত্র লোকজন বাড়িতে হামলা ও ভাঙচুর করে। ওই সময় স্থানীয়দের বাধার কারণে হামলাকারীরা চলে যায়। বুধবার দুপুরে আবারো পূর্বের হামলাকারীরা ৫ টি ভেকু নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির লোকদের মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে ভেকু দিয়ে বসতভিটা কেটে ১৫ থেকে ২০ ফুট গর্ত করে নিয়ে যায়। এতে নিশ্চিহৃ হয়ে যায় পুরো বসতভিটা।
ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী প্রবাসীর ছেলে নাজমুল ও তার পরিবারের দাবী, স্থানীয় একদল ভূমিদস্যূ দীর্ঘদিন ধরে উক্ত জমি জবরদখলের চেষ্টা করে আসছে। গত ১৫ অক্টোবর দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদ উল্লাহ চৌধুরী ধ্রæব, আতাহার আলী, শাহরিয়ার অনন্ত, সাইফুল তালুকদার, হুমায়ন ইসলাম হনু, সেলিম সরকার, আবু মুনসুর, মফিজুল ইসলাম, মমিন ফকির ও নিজাম উদ্দিন নিজুসহ ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়ি তছনছ করে নিশ্চিহৃ করে ফেল। এতে তাদের প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনার পর নাজমুল বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদ উল্লাহ চৌধুরী ধ্রæব, আতাহার আলী, শাহরিয়ার অনন্ত, সাইফুল তালুকদার, হুমায়ন ইসলাম হনু, সেলিম সরকার, আবু মুনসুর, মফিজুল ইসলাম, মমিন ফকির ও নিজাম উদ্দিন নিজুসহ ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে ভালুকা মেডল থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদ উল্লাহ চৌধুরী ধ্রæব হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তারা কোম্পানীল কাজে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিনিও থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

