প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৪, ২০২৫ সময়ঃ ৩:৩০ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মহানগর ও জেলার বিভিন্ন থানা শাখার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এবং বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ৫ আগস্টের পর আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু জনগণের অধিকার আদায়ে আমরা বারবার রাজপথে আসছি। জুলাই আন্দোলনে যে কারণে ছাত্রজনতা জীবন দিয়েছে, সেই দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি—এ কারণেই আমাদের এই আন্দোলন।

তিনি আরও বলেন, জাতীয় সংলাপে রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হতে পারেননি। আগামী ১৭ তারিখ জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনা দেওয়া হবে। এটি যেন কোনো দলের একক মতামতের ভিত্তিতে না হয়।

জনগণের স্বার্থবিরোধী কোনো প্রস্তাব এলে আমরা তা প্রত্যাখ্যান করব। আমরা সংলাপে বিশ্বাস করি এবং অন্তর্র্বতী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তে আমাদের নেতারা স্বাক্ষর করবেন না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশীদ ফরাজী, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম।

এছাড়া কর্মপরিষদ সদস্য গোলাম মহসীন খান, ডা. আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, আব্দুল বারী ও ওয়ালীউল্লাহ মোজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জানান, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জামায়াতের এই আন্দোলন চলমান থাকবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com