প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৩, ২০২৫ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চ্যাপ্টারের আয়োজনে ‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন ২০২৫’-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
চলতি বছর এই প্রতিযোগিতা ‘ফেস্টিভাল অব ইউথ ২০২৫’-এর অংশ হিসেবে এবং ‘জুলাই আন্দোলনের প্রথম বার্ষিকী’ উপলক্ষে আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকসুদ জায়েদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডীন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তারুণ্যের ভাবনা পরবর্তীতে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যায়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২২টি ধারণা পত্র থেকে বাছাই করে ৫টি দলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়। দুটি পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথম পর্বে প্রতিযোগী দলগুলো তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
দ্বিতীয় পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আইডিআরওএফ, প্রথম রানার্স আপ হয় ডেলটা -২১০০ এবং ২য় রানার্সআপ হয় বাউ নোভা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মো: মতিউর রহমান ।
‘ন্যাশনাল পলিসি কম্পিটিশন’ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নীতি, উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত করার একটি অনন্য প্ল্যাটফর্ম। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ মেধাবীরা জাতীয় নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণে অনুপ্রাণিত হবে ।
তরুণ প্রজন্মকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

