প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৩, ২০২৫ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ
জাকির হোসেন, ময়মনসিংহ।। 
“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দূর্যোগ” এই শ্লোগান ধারণ করে ময়মনসিংহে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের মাঠে দিবসটি পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হারায়রা,জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, ফায়ার ব্রিগেড ময়মনসিংহ বিভাগীয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুসুদ্দি,ফায়ার ব্রিগেড ময়মনসিংহ সদরের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ডিআইও -১ জসিম উদ্দিন,প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া,জেলা ত্রাণ ও পূর্নবাসন কার্যালয়ের প্রধান সহকারী আলমগীর হোসেন ও বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা,অভিভাবক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

