প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১১, ২০২৫ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফার জনসম্পৃক্তিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও
সাবেক যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও- পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
তিনি বলেন, আজ আমরা এখানে এসেছি তারেক জিয়া ঘোষিত ৩১দফা বাস্তবায়নের কথা বলতে, খালেদা জিয়ার কথা বলতে।
তিনি আরও বলেন, দেশের সকল শ্রেণি-
পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের কঠিন স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এখন সামনে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ-অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। সেখানেই ঠিক হবে আগামীতে দেশ কিভাবে চলবে। আর দেশ নায়ক তারেক রহমান অবশ্যই সেই গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হবেন। ইনশাআল্লাহ।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু আরও বলেন, জনরায়ে বিএনপি ক্ষমতায় গেলে গফরগাঁও এলাকাকে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, বেকারত্বমুক্ত একটি শান্তি, সমৃদ্ধি, নিরাপদ অঞ্চল হিসাবে গড়ে তোলা হবে।
বিএনপি নেতা মোঃ সুলতান মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকের বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য হেলাল উদ্দিন সরকার, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক লোকমান হোসেন, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপি নেতা আবুল কালাম, আজিজুল হক, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জাসাস আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সেলিম মিয়া, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, মোঃ মনির মিয়া, কাইয়ুম মিয়া, কৃষকদল নেতা মাহবুবুল আলম সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
উঠান বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণসহ ধানের শীষে ভোট প্রার্থনা করেন তারা।
এসময় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
####

