প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৯, ২০২৫ সময়ঃ ১১:২৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং এসএসসি/দাখিল/ সমমান, এইচএসসি/আলিম/ সমমান পরীক্ষার সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ ঘটিকার উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মোঃ দিদারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ পরীক্ষা উপনিয়ন্ত্রক কৃষিবিদ আ খ ম কামরুল হাসান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এস এম মোমতাজ উদ্দিন প্রমুখ।
####

