প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৯, ২০২৫ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বেতনের দাবিতে মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিকরা টানা দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয় চরম দূর্ভোগের শিকার হন দুরপাল্লার যাত্রীরা। পরে প্রশাসনের উদ্যোগে বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন ১০ অক্টোবর দেয়ার কথা ছিলো। তবে শুক্রবার সরকারি ছুটি থাকায় ব্যাংক বন্ধ থাকবে এই কারণে ১২ অক্টোবর বেতন পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ জানায়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে প্রতিবাদ শুরু করেন। প্রায় ৪ হাজার ৫০০ শ্রমিক কাজ করেন ওই কারখানায়। হঠাৎ এ আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা ও স্থানীয় মানুষ। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ভালুকা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিক নাসিমা বলেন, “কোম্পানি তাদের নিয়মিত বেতন দেন না। বেতন দিতে প্রায়ই গড়িমশি করেন। এখন আবার দুই শিফটে কাজের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বেতন বাড়াবে না। দুই শিফটে কাজ করা অনেক কঠিন।”
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) মো. ফরহাদ হোসেন খান বলেন, “শ্রমিকদের বেতন ১০ তারিখে দেয়ার কথা ছিলো। কিন্তু শুক্রবার ছুটির কারণে কোম্পানি রোববার বেতন দেয়ার ঘোষণা দিলে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয় এবং মহাসড়ক অবরোধ করেন। পরে কোম্পানি আজই (৯ অক্টোবর সন্ধ্যায়) বেতন দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।”।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com