প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৮, ২০২৫ সময়ঃ ১২:২৭ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহর ও পাগলা এলাকার পূঁজামণ্ডপ পরিদর্শন করেন
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট আবু রিজভী আল হোসাইনী।
তিনি পাগলায় চাকুয়া স্বগীয় হরিহর সরকার মাস্টার মহাশয়ের বাড়ি পুঁজামন্ডপ, পৌরশহরের সনাতন যুব সংঘ সার্বজনীন দূর্গাপূঁজা মণ্ডপ, শ্রী শ্রী মঙ্গল চন্ডী যুব সংঘ শারদীয়া দূর্গাপূজা মন্ডপ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গাপূঁজা মন্ডপগুলো পরিদর্শন করেন।
দলের নেতাকর্মীদের নিয়ে পরিদর্শনকালে পূঁজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এডভোকেট আবু রিজভী আল হোসাইনী।
এসময় তাঁর সঙ্গে ছিলেন গফরগাঁও উপজেলা এলডিপি’র সভাপতি মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টার, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার,
কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান ও এনামুল হকসহদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
#####

