প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৫, ২০২৫ সময়ঃ ১০:৩৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায মোফাখখারুল আলম (৫৩) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার মেদুয়ারী ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি ছিলেন। তিনি বরাইদ গ্রামের জনাব আলীর ছেলে। দুর্ঘটনাটি ঘটে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোফাখখারুল আলম অটোরিকশাযোগে ইউটার্ন নিচ্ছিলেন, এ সময় ঢাকাগামী রাজিব পরিবহণের একটি যাত্রীবাহী বাস(ঢাকা-মেট্রো-ব-১৪-৮৬৬২) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি মহাসড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারাযান।

